The news is by your side.

মেসি-পিএসজি সম্পর্কে ভাঙন!

0 120

সৌদি আরবে গিয়ে প্যারিস সঁ জরমঁ-র হয়ে প্রথম গোলটি করেছেন তিনি। সেই লিয়োনেল মেসিকে দলে রাখল না পিএসজি। মেসি না থাকলেও দলে জায়গা করে নিয়েছেন নেমার ও কিলিয়ান এমবাপে।

সোমবার রাতে ফরাসি কাপের ম্যাচে পায়েস দ্য ক্যাসলের বিরুদ্ধে খেলবে পিএসজি। সেই দলে রাখা হয়নি মেসিকে।

রবিবার দলের সঙ্গে অনুশীলন করেছিলেন মেসি। কিন্তু তার পরেও তিনি দলে জায়গা না পাওয়ায় প্রশ্ন উঠেছে, তবে কি ক্লাবের সঙ্গে মেসির সম্পর্ক ভাল নয়? সত্যিই কি সেই সম্পর্কে ভাঙন ধরেছে?

পিএসজি-র কোচ ক্রিস্টোফ গালটিয়ে জানিয়েছেন, মেসিকে বিশ্রাম দিয়েছেন তিনি। যে হেতু ধারেভারে পায়েস দ্য ক্যাসল অনেকটাই দুর্বল, তাই মেসিকে খেলাচ্ছেন না তিনি। দলের গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ধীরে ধীরে তাঁদের সব ম্যাচে খেলানো হবে বলে জানিয়েছেন কোচ।

কিছু দিন আগেই জল্পনা ছড়িয়েছিল, সৌদির দুই ক্লাব আল হিলাল এবং আল ইতিহাদ মেসিকে পেতে আগ্রহী। এমনকী, মেসিকে পিএসজি থেকে নিয়ে আসার জন্য যে অর্থ লাগবে সেটা দিতেও রাজি তারা।

সৌদি প্রো লিগের সাধারণ সচিব ইব্রাহিম আলকাসিম জানিয়েছেন, এখনই সৌদির কোনও ক্লাবে মেসির যোগ দেওয়ার সম্ভাবনা নেই। তবে রোনাল্ডোর মতো মেসি সত্যিই সৌদির ক্লাবে যোগ দিলে ভালই লাগবে।

আলকাসিম বলেছেন, “লিয়োনেল মেসি এই দেশের লিগে যোগ দিতে আসবে কি না, সেটা নিয়ে এখনও কিছুই জানি না। তবে সৌদি প্রো লিগের সঙ্গে যুক্ত থাকার সুবাদে এটা বলতে অসুবিধা নেই যে মেসি খেলতে এলে ভালই হবে।”

 

 

Leave A Reply

Your email address will not be published.