The news is by your side.

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪০ দিন আগেও ‘প্রস্তুত’ নয় নিউইয়র্ক স্টেডিয়াম

0 45

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ৪০ দিন আগেও প্রস্তুত হয়নি নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

২ জুন শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ৯টি ভেন্যুতে হবে । যুক্তরাষ্ট্রের যে ৩টি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে, সবচেয়ে বেশি ৮টি ম্যাচ হওয়ার কথা নিউইয়র্কের নাসাউ কাউন্টির মাঠটিতে।

স্টেডিয়ামের গ্যালারিতে কাজ হচ্ছে।  ধারণক্ষমতা হওয়ার কথা ৩৪ হাজার। তবে মাঠে এখনো কোনো ঘাসের চিহ্ন নেই।

৩ জুন এ মাঠে প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ১০ জুন সেখানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন এ মাঠেই হওয়ার কথা ভারত-পাকিস্তানের ম্যাচও।

এটিকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম ‘মডিউলার’ স্টেডিয়াম। সাধারণত স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি স্থাপনাকে চাইলে এক জায়গা থেকে আরেক জায়গাতেও নিয়ে যাওয়া যায়। কার্যত এটি একেবারে স্থায়ী স্থাপনা নয়। ফলে তৈরি করতেও তুলনামূলক অনেক কম সময় লাগে।

মার্চে এ স্টেডিয়ামের নির্মাণকাজের ‘এক মাস পূর্তি’ উপলক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল আইসিসি। তথ্য অনুযায়ী, ২৯ এপ্রিল মাঠের ঘাস লাগানোর কাজ শুরু হবে। আগামী ৬ মে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা। তবে এর ‘টেস্ট ইভেন্ট’ অনুষ্ঠিত হবে ২৭ মে, প্রথম ম্যাচের সপ্তাহখানেক আগে।

Leave A Reply

Your email address will not be published.