The news is by your side.

বিভিন্ন নাশকতা ও আগুনের ঘটনায় উদ্বিগ্ন মানবাধিকার কমিশন

0 97

 

শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ছাড়া সারা দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে কমিশন।

কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, এটি নিছক দুর্ঘটনা নয় বরং বর্তমান অবস্থার প্রেক্ষিতে এটি একটি ইচ্ছাকৃতভাবে ঘটানো নাশকতামূলক ঘটনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধারণাও নাশকতা। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক।

তিনি আরও বলেন, জাতীয় মানবাধিকার কমিশন এ ঘটনায় মর্মাহত, উদ্বিগ্ন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত ও দগ্ধ হয়েছেন, তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও কোনও ব্যর্থতা ছিল কি না, তা যেমন যথাযথ তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হবে, একই সঙ্গে আগামী দিনগুলোতে যেকোনও ধরনের নাশকতা প্রতিরোধ ও মোকাবিলায় সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন।

Leave A Reply

Your email address will not be published.