The news is by your side.

বেনাপোল এক্সপ্রেসে দগ্ধ ৮ জনের কেউ শঙ্কামুক্ত নন

0 99

 

রাজধানীর বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আটজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে। তাদের কেউ এখনও ঝুঁকিমুক্ত নন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য দিয়েছেন। শনিবার সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. সামন্ত লাল সেন বলেন, দগ্ধ সবাই মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে একজনের শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে। সবাইকেই আমরা পর্যবেক্ষণে রেখেছি। সব রোগীই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার রাত ৯টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। আগুন দেওয়ার অভিযোগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আট নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.