The news is by your side.

সুপ্রিম কোর্টের ভোটে ব্যালট চুরি করতে গেছেন বিএনপি নেতা: কাদের

0 92

বিএনপি মহাসচিবের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সুপ্রিম কোর্টের নির্বাচনে বিএনপির এক নেতা ব্যালট চুরি করতে গেছেন। ব্যালট চুরি করে নির্বাচনে জিতবেন। এজন্য সকালে আদালতে হামলা করেছেন। ভোটকে পণ্ড করতে বারবার আদালতে হামলা করছেন। ফখরুল সাহেবরা ধরা পড়ে গেছেন।’

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের এক যৌথসভায় ওবায়ুল কাদের এ কথা বলেন। সভায় দলে কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার কারা করেছিল? ভোট চুরির অপবাদ আওয়ামী লীগকে দেবেন না। ভোট চুরির মহারাজা বিএনপি।’

ওবায়দুল কাদের আরও বলেছেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আজ বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই, যারা নির্বাচনে আওয়ামী লীগকে হারাতে পারে। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। নির্বাচন খুব দূরে নয়। নির্বাচনই আওয়ামী লীগের মূল বিষয়। নির্বাচন ঠেকাতে অনেকে কার্যক্রমে আছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে খারাপ কিছু ঘটলে আওয়ামী লীগ দায়ী থাকবে। তার মানে বিএনপি খারাপ কিছু করতে চায়। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা নতুন করে ষড়যন্ত্র করছে। নির্বাচনে খারাপ কিছু ঘটানোর ভয় দেখিয়ে লাভ নেই। এটা ২০১৩-১৪ সাল নয়। জনগণ ভয় পায় না।’

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াশিকা আয়শা খান প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.