The news is by your side.

গুলিস্তানে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত নয়

0 95

 

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়কারী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

বুধবার সকাল ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উপস্থিত সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

ডা. সামন্ত লাল সেন বলেন, এই ঘটনায় আমাদের এখানে ১১ জন রোগি এসেছিল। এর মধ্যে একজনকে বার্ন না থাকার কারণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ১০ জন এখানে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন, চিকিৎসাধীন ১০ জনের মধ্যে তিন জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে দুইজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাকি ৭ জন এইচডিইউতে চিকিৎসাধীন আছেন।

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত নয় জানিয়ে তিনি বলেন, কারও শরীরের ৮০ ভাগ, কারও ৯০ ভাগ; কারও ৫০ ভাগ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালি পু‌ড়ে গে‌ছে। এ জন্য আমরা কাউকেই শঙ্কামুক্ত বল‌তে পারব না।

 

Leave A Reply

Your email address will not be published.