The news is by your side.

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা চায় এফবিসিসিআই

0 89

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ থেকে ৪ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে। এছাড়া ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি করপোরেট কর কমানো ও এই করের শর্ত শিথিল করার দাবিও জানিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৩ তম সভায় এসব দাবি জানানো হয়। এনবিআর ও এফবিসিসিআই এই সভার যৌথ আয়োজোক ছিল।

এফবিসিসিআই জানিয়েছে, দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীলে উন্নতি হচ্ছে। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। তাই ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা থেকে ৪ লাখ টাকা করতে হবে।

এফবিসিসিআই জানায়, করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি পেলে রিটার্ন জমা দেওয়ায় মানুষ উৎসাহিত হবে। ফলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

 

Leave A Reply

Your email address will not be published.