The news is by your side.

এক মাস ছুটি নিয়েছেন লিটন , ক্ষুব্ধ ক্রিকেট বোর্ড

0 251

বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস দুই মাসের ছুটি চেয়েছিলেন। তবে দুই মাস নয়, তাকে এক মাসের ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছুটির ঘোষণা জানানোর সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেল বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসকে।

আজ মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল বলেন, ‘লিটন আমাদের কাছে দুই মাস ছুটি চেয়েছিল।

আমরা তাকে এক মাসের ছুটি দিয়েছি। সে পরিবারের কাছে থাকতে চায়। এ জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলবে না। আমরা তাকে দ্বিতীয় টেস্ট খেলতে বলেছিলাম, কিন্তু সে বারবার জোর করছিল।

তাই ছুটি দিতে হয়েছে। ‘সে আমাদের বলেছে আমি পরিবারের সঙ্গে, সদ্য জন্মানো বাচ্চার সঙ্গে সময় কাটাতে চাই। যখন বারবার বলছিল, তখন আমরা আজ সেটা গ্রহণ করেছি।‘

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ শেষে ফিরতি সফরে সে দেশে যাবে বাংলাদেশ দল। আগামী ১১ অথবা ১২ ডিসেম্বর ঢাকা ছাড়ার কথা টাইগারদের। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাওয়া সেই সফরে কি পাওয়া যাবে লিটনকে?

জালাল উত্তরে বললেন, ‘সেটা আলাপ করিনি। এটা জানতে হবে তার কাছ থেকে। কোনো খেলোয়াড় যদি খেলতে না চায়, তাকে জোর করে আপনি জাতীয় দলে খেলাতে পারবেন না।

জাতীয় দলে খেলতে হলে পেশাদারিত্বটা হৃদয় থেকে আসতে হবে।

 

Leave A Reply

Your email address will not be published.