The news is by your side.

রাজশাহীতে নির্মিত হচ্ছে অত্যাধুনিক মাল্টিপারপাস পাবলিক টয়লেট

0 156

রাজশাহী অফিস

রাজশাহী মহানগরীতে দু’টি মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণ করতে যাচ্ছে রাজশাহী সিটি করপোরেশন। এই লক্ষ্যে সিটি করপোরেশন ও ওয়াটার এইডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার নগরভবনে মেয়রের দপ্তর কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে সিটি করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন ও ওয়াটার এইডের পক্ষে কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান স্বাক্ষর করেন।

চুক্তির আগে মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনের সঙ্গে ওয়াটার এইড ও ইএসডিও কর্মকর্তাদের বৈঠক হয়।

চুক্তি অনুযায়ী রাজশাহী সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় ওয়াটার এইডের আর্থিক ও কারিগরি সহযোগিতায় রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় ও আদালত চত্বরে অত্যাধুনিক দু’টি মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করবে ইএসডিও। সেখানে পুরুষ ও নারীদের জন্য আলাদা ব্যবস্থা, ব্রেস্ট ফিডিং কর্নার, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ব্যবস্থা, রেইন ওয়াটার হার্ভেস্টিং, সোলার সিস্টেমসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়াটার এইড বাংলাদেশের ডিরেক্টর (প্রোগ্রাম) হোসাইন আই আদিব, জোনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ রেজাউল হুদা মিলন, ব্যবস্থাপক বিএম জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.