The news is by your side.

২০১৪ সালে মোদি জিতেছেন,  ২০২৪ সালে জিতবেন কি?

অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে বসলেন নীতীশ কুমার

0 145

 

বুধবার বিহারের রাজভবনে শপথ নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নীতীশ। বলে দিলেন- ‘‌২০১৪ সালে মোদি জিতেছেন। কিন্তু ২০২৪ সালে জিতবেন কি?’

এদিন শপথগ্রহণের পর সংবাদিকদের মুখোমুখি হন নীতীশ। সেখানে তাঁর দিকে ধেয়ে আসে প্রশ্ন, তিনি কি ২৪–এর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রীর কুর্সির নিশানায় এগোচ্ছেন?  জবাবে নীতীশের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‌আসল প্রশ্ন হল, যিনি ২০১৪ সালে জিতে এসেছিলেন, তিনি ২০২৪ সালেও জিতবেন কি?’

বুধবার দুপুর ২টোয় পাটনায় রাজভবনে শপথ নেন নীতীশ এবং তেজস্বী। মন্ত্রিসভার অন্য সদস্যরা পরে শপথ নেবেন। সূত্রের খবর, ১৫ আগস্টের পর বাকি মন্ত্রীরা শপথ নেবেন। জানা গেছে, মন্ত্রিসভায় সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব থাকতে চলেছে আরজেডির।

বিধানসভার স্পিকার পদটিও আরজেডির কাছে যাবে বলে সূত্রের দাবি। খুব স্বাভাবিকভাবেই এদিনের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করে বিজেপি। বিহারের প্রবীণ বিজেপি নেতা সুশীল মোদির দাবি তাঁকে কেউ আমন্ত্রণ জানায়নি। দলও আমন্ত্রণপত্র পায়নি। সুশীল বলেন, ‘নীতীশ যা করলেন, তা প্রধানমন্ত্রী মোদি এবং বিহারের জনগণের অপমান ছাড়া আর কিছুই নয়। মানুষ এনডিএকে ভোট দিয়েছিল। নীতীশ সেই বিশ্বাস ভাঙলেন।’

Leave A Reply

Your email address will not be published.