গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। উপজেলার মাকিষবাথান ‘টি অ্যান্ড টি বটতলা’ নামক স্থানে শনিবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা চন্দ্রা ত্রিমোড়গামী ইতিহাস পরিবহনের একটি বাস ও চন্দ্রা থেকে ছেড়ে আসা কালিয়াকৈরগামী একটি যাত্রীবোঝাই অটোরিকশার সঙ্গে মহাসড়কের মাকিষ বাথান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। এসময় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে আরো তিনজনের মৃত্যু হয়। পাঁচজনের মধ্য তিনজন পোশাকশ্রমিক, একজন ব্যবসায়ী এবং একজন অটোরিকশার চালক মারা গেছেন।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, কালিয়াকৈরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইতিহাস পরিবহনের বাস আটক করা হয়েছে।