The news is by your side.

কোপার অষ্টম শিরোপা জিতল ব্রাজিল

0 212

 

কোপা আমেরিকায় চোখধাঁধানো পারফর্ম করল ব্রাজিলের নারী দল। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

রোববার বাংলাদেশ সময় ভোরে ফাইনালে স্বাগতিক কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতল সেলেকাওরা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোলটি করেন দেবিনহা।

এ জয়ের সঙ্গে নিজেদের সবচেয়ে বেশি কোপা জেতার রেকর্ডটা আরও সমৃদ্ধ করল ব্রাজিলের প্রমিলারা।

অবশ্য নারীদের কোপা আমেরিকা মানেই ব্রাজিলের দুর্দান্ত সব রেকর্ড। এ পর্যন্ত কোপা আমেরিকার ৯টি আসরে এটি ব্রাজিলের অষ্টমতম শিরোপা জয়। দেশটি শুধুমাত্র ২০০৬ সালে শিরোপা জিততে পারেনি। সেবার শিরোপা আর্জেন্টিনার কাছে গিয়েছিল।

কলম্বিয়ার বুকারমাঙ্গা শহরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি জিতে আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। গ্রুপ পর্ব, সেমি-ফাইনাল ও ফাইনালে মিলে মোট ছয়টি ম্যাচে ২০টি গোল করেছে এবং একটি গোলও খায়নি।

অবশ্য আসরের ফাইনালে ব্রাজিলকে সহজে জিততে দেয়নি কলম্বিয়া। স্বাগতিক সমর্থকদের চাপ সামলে কলম্বিয়াকে চেপে ধরা ব্রাজিলিয়ানদের জন্য কঠিন করে তুলেছিল।

প্রথমার্ধে দুই দলই সমান আক্রমণ চালায়। তাতে অবশ্য কেউই সুযোগ পাচ্ছিল না গোল করার। এর মাঝে ৩৮ মিনিটের মাথায় দেবিনহাকে মাঠে নামিয়ে দেন ব্রাজিলের কোচ ম্যানুয়েলা ভেনেগাস। পরের মিনিটেই পেনাল্টি থেকে সফল স্পট কিকে দেবিনহো এগিয়ে নেন দলকে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।

এই এক গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে।

Leave A Reply

Your email address will not be published.