The news is by your side.

৩০০ টাকায় দেখুন জেমসের কনসার্ট এবং বিপিএল ফাইনাল ম্যাচ

0 130

১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। দর্শক-সমর্থকদের জন্য বিপিএলের ফাইনালের দিন চমকের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আয়োজক কমিটি।

সেদিন বিপিএলের ফাইনাল ম্যাচের পাশাপাশি বাংলাদেশের বিখ্যাত ব্যান্ডগুলোর গান শুনতে পারবেন মাঠে উপস্থিত দর্শকরা। যেখানে কনসার্টে গান গাইতে আসবেন নগর বাউল খ্যাত জেমস, ওয়ারফেজ এবং ফিডব্যাক খ্যাত মাকসুদুল আলম।

দর্শকরা ফাইনালের দিন টিকিট কেটে মাঠে উপস্থিত হয়েই উপভোগ করতে পারবেন জেমসের কনসার্ট এবং ফাইনাল ম্যাচ। কনসার্ট এবং ফাইনাল ম্যাচের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি।

যেখানে সর্বনিম্ন মাত্র ৩০০ টাকার বিনিময়ে দেখা যাবে জেমসের কনসার্ট এবং ফাইনালের ম্যাচ। স্টেডিয়ামের ইস্টার্ন স্ট্যান্ডের জন্য টিকিটের এই মূল্য নির্ধারণ করেছে বিসিবি।

৪০০ টাকায় নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট পাবেন দর্শকরা। ৮০০ টাকায় ক্লাব হাউজ এবং ১৫০০ টাকায় ভিআইপি স্ট্যান্ডের টিকিট কেটে গান এবং খেলার দেখার সুযোগ থাকবে দর্শকদের সামনে।

বিপিএলের ফাইনালের দিনে সর্বোচ্চ দামের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা এবং গান শুনতে হলে এই অর্থ খরচ করতে হবে দর্শকদের।

টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। এ ছাড়াও স্টেডিয়ামের পাশে ১ নম্বর গেটের এখানেও আলাদা টিকিট বুথ থেকে ফাইনালের দিনের টিকিট পাবে দর্শকরা।

১৬ ফেব্রুয়ারির ফাইনালের প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হবে আজ (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া দ্বিতীয় কোয়ালিফায়ারের মাধ্যমে। যেখানে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স।

Leave A Reply

Your email address will not be published.