The news is by your side.

সমুদ্র সৈকতে নীল রঙের বিকিনিতে আমিশা প্যাটেল

0 224

 

আমিশা প্যাটেল। সমুদ্র সৈকতে নীল রঙের বিকিনিতে দেখা যায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলকে। আমিশা প্যাটেলের ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। আমিশার বিকিনি অবতার দেখে প্রশংসায় ভরিয়ে দেন তাঁর অনুরাগীরা।

ক্যারিয়ারের প্রথম ছবি ‘কাহো না পেয়ার হ্যায়’র মাধ্যমে আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার বিপরীতে ছিলেন হৃত্বিক রোশন। পরবতীের্ত আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু সেসব আলোচনায় আসেনি। তবে প্রেম ও নানা বিতকির্ত খবরে সংবাদের শিরোনামে ছিলেন আমিশা।

অভিনয়ে নেই অথচ বলিউডের সব অনুষ্ঠানেই তাকে কমন গেস্ট হিসেবে দেখা যায়। বেকার আমিশাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও নানারকম সমালোচনা হয়। কিছু সমালোচনার সুযোগ আমিশা নিজেও করে দেন। হুটহাট করে খোলামেলা পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা এই নায়িকা নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। আবারও বিতকের্ জড়িয়েছেন আমিশা।

সাদা রঙের টি-শাটের্র সঙ্গে ডেনিম জিন্স এবং লুই ভিত্তরির একটি ব্যাগ নিয়ে ছবি শেয়ার করেছেন তিনি। এই ছবি দেখে নকলের আভাস পাচ্ছিলেন নিন্দুকরা। তারা খুঁজে বের করেছেন যে সম্প্রতি জিমে যাওয়ার সময় হালকা নীল রঙের অফ শোল্ডার টপের সঙ্গে ডেনিম জিন্স পরেছিলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী। সেই সঙ্গে লুই ভিত্তরির একটি ব্যাগও কঁাধে নিয়েছিলেন তিনি। অথার্ৎ, জাহ্নবীর স্টাইলকেই হুবহু অনুসরণ করে ফেললেন আমিশা।

Leave A Reply

Your email address will not be published.