The news is by your side.

কাতারে বিকিনি স্যুটে  ‘ক্রেয়েশিয়ার সেক্সিয়েস্ট চিয়ারলিডার’ ইভানা নোল

কোথায় গেল ‘রক্ষনশীল’ কাতারের সব নিয়ম-কানুন?

0 141

 

রক্ষণশীল কাতারের বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে কাতারে উষ্ণতা বাড়াচ্ছেন ক্রোয়েশিয়া টিমের ‘লাকি চার্ম’ ইভানা নোল।

তাঁর পোশাক দেখলে বোঝার উপায় নেই কাতারে মহিলাদের পোশাক নিয়ে বিধিনিষেধের একটি লম্বা-চওড়া তালিকা রয়েছে। ৩০ বছরের ইভানাকে দেশটির সংবাদমাধ্যমের চেনে ‘ক্রেয়েশিয়ার সেক্সিয়েস্ট চিয়ারলিডার’ নামে।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপ থেকে শুরু। দেশকে সমর্থন জানাতে পৌঁছে যান স্টেডিয়ামে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও উপস্থিত ছিলেন। কাতারেও তার অন্যথা হয়নি। ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচে গ্যালারি আলো করে এন্ট্রি নেন।

প্রথম দিন কাতারের বিধিনিষেধ মেনেই শরীর ঢাকা পোশাক পরেন। তবে ওই একদিনই। পরের ম্যাচগুলিতে খোলস ছেড়ে বেড়িয়ে এলেন ইভানা। দেশের পতাকার আদলে গড়া বিকিনি স্যুটে আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিলেন মরুদেশের উষ্ণতা।

ইভানার উপস্থিতি উষ্ণতা বাড়াচ্ছে ক্রোয়েশিয়ার গ্যালারিতে। সেই সঙ্গেই প্রশ্ন উঠছে কাতারের বিধিনিষেধ নিয়ে। কোথায় গেল ‘রক্ষনশীল’ কাতারের সব নিয়ম-কানুন?

Leave A Reply

Your email address will not be published.