বিনোদন ডেস্ক
সারা টেন্ডুলকার, কিংবদন্তটি ক্রিকেটার সচিন টেন্ডুলকারের মেয়ে। ইতোমধ্যেই জানান দিয়েছেন বলিউডে পা রাখবার। কিন্তু বলিউডে প্রবেশের আগেই facebook instagram এবং twitter এ নিজেকে উপস্থাপন করছেন অনেকটা খোলামেলা ভাবে। সম্প্রতি ফেসবুকের নতুন ভার্সন- রিলে একটি ভিডিও পোস্ট করেন সারা টেন্ডুলকার।
রিল ভিডিওতে ছাড়া অনেকটাই নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করেছেন। যা নিয়ে ভিউয়ার্সদের মধ্যে রয়েছে ইতিবাচক এবং নেতিবাচক প্রতিক্রিয়া।
বিভিন্ন ধরনের পোজ দিয়েছেন তিনি। তিনি নীচের দিকে ঝুঁকতেই তার ক্লিভেজ প্রকাশ্যে আসে। যদিও সারার মুখে কোনো অস্বস্তি প্রকাশ পায়নি৷ তবে এই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।