The news is by your side.

জীবনে নতুন ঐন্দ্রিলা, ইতালিতে প্রেমে মজেছেন অঙ্কুশ!

0 157

ঐন্দ্রিলা  অঙ্কুশ গিয়েছেন ইউরোপ শহরে। ভেনিস থেকে রোম, ইতালির নানান ঐতিহ্যবাহী প্রাচীন শহরে ঘুরে বেড়াচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তারই কিছু ছবি উঠে এসেছে তাঁদের সোশ্যাল মিডিয়ায়।

এবার ইউরোপের কোনও এক স্বপ্নের জায়গায় উদ্দেশে যাত্রা করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে সেটা কী তাঁরা এখনও তা খোলসা করেননি।

ইউরোপের ট্রেনে যাত্রাপথের ছবি পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, ‘স্বপ্নের সেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছি, যেতে প্রায় সাড়ে ১১ ঘণ্টা লাগবে, অনুমান করুন তো কী সেই জায়গা?’

ভেনিসে পরন্ত সূর্যালোকের সামনে ঐন্দ্রিলা সেন।

ইতালির ভেনিসে অঙ্কুশের নৌকবিহার। এই শহরটি মূলত কতগুলি দ্বীপের সমষ্টি। এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে নৌকাই একমাত্র ভরসা।

ইতালির প্রাচীন ঐতিহ্যবাহী শহরে রোম থেকে এই ছবি পোস্ট করেছেন ঐন্দ্রিলা। রোমের কলোসিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। ক্যাপশানে লিখেছেন।

ইতিলি কেপ্রি দ্বীপে লেন্সবন্দি অঙ্কুশ-ঐন্দ্রিলা।

ইতালি মিলান শহর থেকে এই ছবি পোস্ট করেছেন ঐন্দ্রিলা। একই জায়গা থেকে ছবি পোস্ট করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।

ছবি পোস্ট করে কিছুটা মজা করে অঙ্কুশ লিখেছেন, ‘আমি জানি ছবির ব্যাকগ্রাউন্ডটাই বেশি আকর্ষণীয়। তবে এটার সামনে একটা উপযুক্ত পোজ দিতে আমার প্রায় ১৫ মিনিট সময় লেগেছে। দয়া করে এটাকে সম্মান করুন।’

 

Leave A Reply

Your email address will not be published.