The news is by your side.

লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি:  নুসরাত ফারিয়া

0 167

নুসরাত ফারিয়া। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক হিসেবে অনেক আগেই দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। উপস্থাপনার পাশাপাশি অভিনয় করেছেন চলচ্চিত্রে। তবে দর্শক একনামে নুসরাত ফারিয়াকে চেনে তার আইটেম সংয়ের জন্য।

 

অবশ্য দীর্ঘদিন নুসরাত ফারিয়া টেলিভিশন এবং সিনেমা থেকে দূরে রয়েছেন। যুক্তরাজ্যে সম্পন্ন করেছেন বার-অ্যাট-ল।  তবে সরব রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম ও টুইটারে।

ওয়েস্টার্ন পোশাকে অভ্যস্ত ফারিয়া, বেশ কিছুদিন ধরেই খোলামেলা পোশাকে হাজির হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কমেন্ট বক্সে অবশ্য নেতিবাচক প্রতিক্রিয়া বেশি। তবে এসব নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই নুসরাত ফারিয়ার। ফারিয়া যা পছন্দ করেন তাই করতে ভালোবাসেন যা বিশ্বাস করেন তাই করতে ভালোবাসেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায় নুসরাত ফারিয়ার নতুন একটি আইটেম সংয়ের প্রস্তুতি নিচ্ছেন। আসছে শারদীয়া দুর্গোৎসব এগানটি মুক্তি পাবে ইউটিউব চ্যানেলে।

Leave A Reply

Your email address will not be published.