The news is by your side.

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৩২ জন

0 186

দেশে গত ২৪ ঘণ্টায় ২৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তবে কারো মৃত্যু হয়নি। আজকের ২৩২ জন নিয়ে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জনে।

দেশে কয়েক দিন ধরেই বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা।

গত বৃহস্পতিবার করোনা শনাক্ত হয় ৫৯ জনের। শুক্রবার তা বেড়ে হয় ৬৪ জন, শনিবার তা আরো বেড়ে দাঁড়ায় ৭১ জনে। রবিবার ১০৯ জন, সোমবার বেড়ে দাঁড়ায় ১২৮ জনে, মঙ্গলবার ১৬২ জন। আজ বুধবার তা বেড়ে দাঁড়াল ২৩২ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ পাঁচ হাজার ৫০৪ জন। এ সময় পাঁচ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৯৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

Leave A Reply

Your email address will not be published.