The news is by your side.

স্টার সিনেপ্লেক্সে- জেরার্ড জনস্টনের ভৌতিক সিনেমা ‘মেগান’

0 99

বৈজ্ঞানিক কল্পকাহিনি-নির্ভর ভৌতিক সিনেমা ‘মেগান’। সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে একটি পুতুলকে ঘিরে, পর্দায় সেই পুতুলের কাণ্ড দেখতে হলে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা। ১২৫ কোটি টাকা ব্যয়ে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা জেরার্ড জনস্টন।

সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকেরাও সিনেমাটির প্রশংসা করেছেন। মাত্র এক মাসের ব্যবধানে আলোচিত সিনেমাটি প্রায় ১২ গুণ অর্থ আয় করেছে। বিশ্বজুড়ে আলোচিত ভৌতিক পুতুল ‘মেগান’ এবার আসছে ঢাকায়, শুক্রবার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি।

সিনেমার গল্পে দেখা যাবে, খেলনা প্রস্তুতকারক এক কোম্পানির রোবট-বিশেষজ্ঞ জেমা কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত একটি পুতুল তৈরি করে। জেমার বোন ও বোনের স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হলে তাদের একমাত্র কন্যা কেডি (ভায়োলেট ম্যাকগ্রো) আশ্রয় নেয় জেমার কাছে। কেডির অভিভাবক জেমা হলেও সে কেডির দায়িত্ব দেয় মেগানের কাছে।

কেডিকে দেখভালের দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করে পুতুলটি; তবে দায়িত্বের নামে বাড়াবাড়িও করে। একসময় পুতুলটি সহিংস হয়ে ওঠে। এরপর একের পর এক ভয়ংকর ঘটনার সাক্ষী হতে থাকেন পর্দার সামনের দর্শকেরা।

সিনেমায় মেগান চরিত্রে অভিনয় করেছেন অ্যামি ডোনাল্ড ও জেনা ডাভিস। মেগানের নির্মাতা জেমা চরিত্রে অ্যালিসন উইলিয়ামস ও তাঁর ভাগনি কেডি চরিত্রে অভিনয় করেছেন ভায়োলেট ম্যাকগ্রো।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.