The news is by your side.

ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না: ওবায়দুল কাদের

0 141

 

সহিংসতা ও ষড়যন্ত্র করে ৭ জানুয়ারি নির্বাচনকে বানচাল করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

দেশ ও জাতির জন্য বড় হুমকি বিএনপি-জামায়াত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত মানুষকে জিম্মি করে রাজনীতি করে। তাদের কর্মসূচি মানেই যানবাহনে আগুন, সহিংসতা ও গুপ্ত হামলা। গতকালও বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে তারা। এসব সহিংসতা করে নির্বাচন বানচাল করা যাবে না। যারা হামলা ও সহিংসতা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সেনাবাহিনীকে সব বিষয়ে বিতর্কিত করার বিরুদ্ধে আওয়ামী লীগ। নির্বাচনে তাদের ভূমিকা লিপিবদ্ধ। টাস্কফোর্স হিসেবে ইসি তাদের দায়িত্ব দেবে। বেশি কিছু বলতে চাই না।’

তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী বিষয়ে আমাদের অবস্থান অত্যান্ত স্পষ্ট। নির্বাচনী আচরণ বিধি তাদেরও মেনে চলতে হবে। কারও আপত্তি থাকতে পারে, তবে তারা থাকবে। নিজ দলের প্রার্থী নিয়ে অস্বস্তি থাকলেও এখন আর সমঝোতার সুযোগ নেই।’

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিএম মোজাম্মেল, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, বাবু সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.