The news is by your side.

মেক্সিকোতে বাংলাদেশিসহ ১১৩ অপহৃত অভিবাসী উদ্ধার

0 70

বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অপহৃত ১১৩ জন অভিবাসীকে মেক্সিকো থেকে উদ্ধার করা হয়েছে। উত্তর-পশ্চিম মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলাকার একটি ভবন থেকে তাদের উদ্ধার করা হয়।

রোববার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে এসব অভিবাসীরা অপহৃত হয়েছিলেন।

অধিকাংশ অপহৃতরা এল সালভাদর, হন্ডুরাস, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পেরু, নেপাল, বাংলাদেশ, কিউবা, কলম্বিয়া, ব্রাজিল ও আফগানিস্তানের। তাদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বলে মেক্সিকোর সোনোরা রাজ্যের প্রসিকিউটর অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।

প্রসিকিউটরের কার্যালয় জানায়, পুলিশের এক অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। অভিবাসীদের সঙ্গে অপরাধ করার দায়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২ জন হন্ডুরান নাগরিক।

গত মাসে একই এলাকায় ইকুয়েডর, কলম্বিয়া, ভেনিজুয়েলা, পেরু, ডোমিনিকান রিপাবলিক এবং মেক্সিকোর আরও ৬৩ জন অভিবাসী মার্কিন সীমান্তে পৌঁছানোর চেষ্টা করার সময় অপহৃত হয়। তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়।

 

 

Leave A Reply

Your email address will not be published.