The news is by your side.

ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই: ড. কামাল হোসেন

ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে

0 385

 

 

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে।

আজ দুপুরে রাজধানীর বেইলী রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ড. কামাল বলেন, ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থপাচারসহ নানা ঘটনার মধ্য দিয়ে দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। এর থেকে উত্তোরণের জন্য দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, গণফোরামে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই। আগামী ৯ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী করণীয় জানানো হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোস্তফা মহসীন মন্টু, জগলুল হায়দার, মোকাব্বির খান, এমপি, শফিকুল্লাহ, মহসীন রশিদ, এ আর জাহাঙ্গীর ও মহিউদ্দিন আবদুল কাদেরসহ গণফোরামের নেতারা।

 

Leave A Reply

Your email address will not be published.