The news is by your side.

বৈশ্বিক শান্তি সূচকে আইসল্যান্ড প্রথম , ৯৬তম অবস্থানে বাংলাদেশ

0 190

 

২০২২ সালের বৈশ্বিক শান্তি  সূচক অনুযায়ী ৯৬তম অবস্থানে বাংলাদেশ। অস্ট্রেলীয় গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস প্রকাশিত এ বছরের প্রতিবেদনে বাংলাদেশ ২.০৬৭ পয়েন্ট নিয়ে বিশ্বে শান্তিতে ৯৬তম স্থানে বাংলাদেশ। গত বছরের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ৯১তম।

বুধবার প্রকাশ করা এ বছরের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে শান্তির দেশ আইসল্যান্ড।

এরপর যথাক্রমে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, পর্তুগাল, স্লোভেনিয়া, চেক প্রজাতন্ত্র, সিঙ্গাপুর ও জাপানের অবস্থান।

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এই অঞ্চলে সবচেয়ে শান্তির দেশ ভুটান, ১৯তম। আর দ্বিতীয় অবস্থানে থাকা নেপাল আছে ৭৩তম স্থানে। শ্রীলঙ্কা ৯০তম, ভারত ১৩৫তম, পাকিস্তান ১৪৭তম আর আফগানিস্তান ১৬৩তম স্থানে রয়েছে। এই তালিকার সবচেয়ে খারাপ অবস্থানে আফগানিস্তান।

Leave A Reply

Your email address will not be published.