The news is by your side.

 বেজমেন্টে  গ্যাস  লিকেজের কারণে বিস্ফোরণ : র‍্যাব

0 96

 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান বলেছেন, রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনাটি বেজমেন্টে জমে থাকা গ্যাস থেকে হতে পারে।

বুধবার (৮ মার্চ) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেজর মশিউর রহমান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তদন্ত করে পেয়েছি, ভবনের বিস্ফোরণ হয়েছে বেসমেন্ট থেকে। এটা স্বাভাবিক কোনও বিস্ফোরণ নয়, এটি একটি শক্তিশালী বিস্ফোরণ। এটি গ্যাস লিকেজের কারণে হয়ে থাকতে পারে, কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটতে পারে। তবে এ ঘটনা এসি থেকে ঘটার আশঙ্কা খুবই কম।’

তিনি বলেন, ‘আমাদের র‌্যাবের ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট এখানে উপস্থিত আছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও রাজউকের বিশেষজ্ঞরা আছেন। আমরা সবাই সমন্বয় করে কাজ করছি।’

মেজর মশিউর বলেন, ‘আমরা এখান থেকে স্যাম্পল কালেকশন করেছি। তা পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছি। ঘটনাটা নিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছি এখানে কী ধরনের বিস্ফোরণ হয়েছে। আদৌ গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে নাকি অন্য কোনও কিছু জড়িত, তা-ও জানার চেষ্টা করছি।’

মশিউর রহমান বলেন, ‘ভবনের ভেতরে কেউ আটকা পড়েছে কিনা, তা জানার জন্য আমাদের র‌্যাবের ডগ স্কোয়াড টিম ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। যদি কেউ থেকে থাকে, জীবিত অথবা মৃত, তাহলে তাদের বের করে আনার জন্য আমাদের ডগ স্কোয়াড টিম এবং ফায়ার সার্ভিসের বাহিনী সহায়তা করবে।’

এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। যাদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন ১০ জন, যাদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। আর ৭০ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

Leave A Reply

Your email address will not be published.