The news is by your side.

পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশের পতাকা বিকৃতি : পদক্ষেপ নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

0 173

 

বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন যে ছবি প্রকাশ করেছে, তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

শনিবার বিকেল ৫টার মধ্যে ওই ছবি নামিয়ে নিতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু রাত ৮টা পর্যন্ত ছবিটি তাদের ফেসবুকে ছিল। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে- পরে পদক্ষেপ নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সমালোচনার পাশাপাশি আপত্তি তুলেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এক প্রতিবাদ লিপিতে সংগঠনটি প্রতিবাদ জানায়।

প্রতিবাদে বলা হয়, সম্প্রতি মহান মুক্তিযুদ্ধে গণহত্যাসহ জঘন্য অপরাধে জড়িত ছিল পাকিস্তান। ঢাকায় তাদের হাইকমিশন অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে। যা বাংলাদেশের পতাকাবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

২১ জুলাই বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন ফেসবুকে একটি ছবি প্রকাশ করে। এ নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা।

 

Leave A Reply

Your email address will not be published.