The news is by your side.

পঞ্চগড়ের সহিংসতা, শিবিরের বাঁশের কেল্লা ফেসবুক পেজ থেকে উসকানি ছড়ানো হয়েছে : হাছান মাহমুদ

0 121

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পঞ্চগড়ে সহিংসতার ঘটনা ঢাকা এবং লন্ডন থেকে মনিটরিং করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হামলা। শিবিরের বাঁশের কেল্লা ফেসবুক পেজ থেকে উসকানি ছড়ানো হয়েছে।

সাবেক সংসদ সদস্য রুমির ফারহানা এবং হারুন অর রশিদের ফেসবুক পেজ থেকে নানা ধরনের উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। এই এলাকার বিএনপি জামায়াত নেতারাও ভেতরে ভেতরে উসকানি দিয়েছে। তারা শুধু ওই সম্প্রদায়ের ওপর হামলা করেনি। তারা পুলিশের উপর হামলা করেছে, ট্রাফিক বক্স জ্বালিয়ে দিয়েছে, র‌্যাবের গাড়িতে আগুন দিয়েছে, ডিসি অফিসে হামলার চেষ্টা করা হয়েছে।

রোববার দুপুরে পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটসহ দুই যুবক হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে আহমদিয়া সম্প্রদায়ের বায়তুল আফিয়্যাত মসজিদের সামনে এসব কথা বলেন।

আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, আপনাদের সঙ্গে সংহতি জানাতে আমরা এখানে এসেছি। আপনারা ভয় পাবেন না, আপনাদের সঙ্গে দেশের মানুষ আছে, আমরা আছি, আমাদের দল আছে।

তথ্যমন্ত্রী বলেন, রাজাকারের উত্তরসূরীরা পঞ্চগড়ে জ্বালাও-পোড়াও, হত্যা, লুটপাট করেছে। ইসলাম কখনো, রসুলুল্লাহ (সা.) কখনো ইসলামের নামে অন্যের ঘরবাড়ি জ্বালানোর কথা বলেনি। মানুষ হত্যার করার কথা বলেনি। ধর্মের নামে লুতরাজের কথা বলেনি। যারা এসব করেছে, তারা ইসলামের শত্রু। মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা যেমন ইসলাম রক্ষার নামে মানুষের ঘরবাড়ি জ্বালিয়েছে, ধর্মের নামে মানুষ হত্যা করেছিল, ইসলাম রক্ষার কথা বলে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল। এখানেও তাই করা হয়েছে।

শুক্রবার আহমদ নগরে আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিতে সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ সমর্থক মুসল্লিরা বিক্ষোভ করেন। তাদের অমুসলিম ঘোষণার দাবিতে শহরে ব্যাপক তাণ্ডব চালানো হয়। এতে রণক্ষেত্রে পরিণত হয় পঞ্চগড়। সংঘর্ষে দুই যুবক মারা যান। রাত ৮টায় ঘোষণা দিয়ে জলসা বন্ধ করা হলেও পরদিন শনিবার গুজব ছড়িয়ে আবারও ওই সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

 

Leave A Reply

Your email address will not be published.