The news is by your side.

দেশের বাজারে কমেছে সোনার দাম

0 54

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম কমেছে ৮৪১ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯৬ টাকা।

শনিবার বিকাল সাড়ে ৩টা থেকে নতুন এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯৬ টাকা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

গত ১৮ এপ্রিল সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৪ টাকা বাড়িয়েছিল সংগঠনটি।

এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয় ১ লাখ ১৯ হাজার ৬৩৭ টাকা, যা দেশের বাজারে সর্বোচ্চ। তার আগে যা ছিল ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা।

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.