The news is by your side.

জেলেদের খাদ্য সহায়তা কার্ড বিতরণে অনিয়ম:  ভোলার লালমোহনে ইউপি চেয়ারম্যান লাঞ্চিত

0 365

ভোলা অফিস

ভোলার লালমোহনে  প্রান্তিক জেলেদের মধ্যে  ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে ফরাসগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ফরহাদ হোসেন মুরাদকে লাঞ্ছিত করেছে  বিক্ষুব্ধ জেলেরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলেদের খাদ্য সহায়তা কার্ড বিতরণকালে তাদের কাছে  টাকা দাবি করেন চেয়ারম্যান ও তার সহযোগীরা ।

স্থানীয় জেলে মোতালেব টাকা দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে  মোতালেবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান চেয়ারম্যান মুরাদ ।

এ সময় চেয়ারম্যানের লোকজন মোতালেবকে  মারধর করে। খবর পেয়ে সুবিধা বঞ্চিত  অসহায়  জেলেরা তাকে  ছাড়িয়ে নিতে আসে। একপর্যায়ে  বিক্ষুব্ধ জেলেরা চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

আহত অবস্থায় চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদকে  লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। পরে তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান ফরহাদ  হোসেন মুরাদ, ভোলা-৩ আসনের সংসদ সদস্য   নুরুন্নবী   চৌধুরী শাওনের ভগ্নিপতি।  তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. মাহাবুবুর রহমান বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছিলাম। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান  ফরহাদ হোসেন মুরাদ  লালমোহন উপজেলার ফরাসগঞ্জ  ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি  ছিলেন। সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর আত্মীয় হওয়ায়  ইউপি নির্বাচনে নৌকার টিকিট পেয়ে যান ফরহাদ হোসেন মুরাদ।

বিভিন্ন সময়ে মুরাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও  স্থানীয় সংসদ সদস্যের আত্মীয় হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলেননি  বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.