The news is by your side.

ঘুমধুমে মাইন বিস্ফোরণে উড়ে গেছে রোহিঙ্গা নাগরিকের পা

0 137

 

কক্সবাজার অফিস

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের কাছে মিয়ানমারে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে আব্দুল কাদের (৫২)   নামের এক রোহিঙ্গার এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

আহত আবদু্ল কাদের ঘুমধুম ছনখোলা ছেরাকুল এলাকার মীর আহমদের পুত্র।

বিস্ফোরণের শিকার ব্যক্তির স্বজন মোঃ হোসেন জানান,   সীমান্তের কাঁটাতারের কাছে চারণরত গরু আনতে গেলে স্থল মাইন বিস্ফোরণের শিকার হন আবদুল কাদের। বিস্ফোরণে ঘটনাস্থলেই তার ডান পা বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যার দিকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। তিনি এখন হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর   আজিজ বলেন, সীমান্তের কাছে গেলে এক রোহিঙ্গা মাইন বিস্ফোরণের শিকার হয়েছে বলে শুনেছি। তবে বিস্তারিত জানতে পারিনি।

Leave A Reply

Your email address will not be published.