The news is by your side.

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল একমাস

0 551

 

অবশেষে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া এ বছরের আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।

সোমবার ছিল জাতীয় আয়কর দিবস। অর্থাৎ সাধারণ রিটার্ন দাখিল করার শেষ দিন। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সময় বাড়ানোর দাবি ছিল বিভিন্ন পক্ষের। সেই পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে এ কথা সাংবাদিকদের জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন, এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না। রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে।

সোমবার সারাদিন কর অঞ্চল ও কর সার্কেলগুলোতে রিটার্ন দাখিল করার জন্য করদাতারা ভিড় করেছেন। যেসব জায়গায় রিটার্ন জমা নেওয়া হচ্ছে, সেখানে বিভিন্ন বয়সী নারী-পুরুষ করদাতা ও কোম্পানির প্রতিনিধিরা লাইন দিয়ে রিটার্ন দাখিল করেছেন।

Leave A Reply

Your email address will not be published.