The news is by your side.

সুপার হট লুকে ঝড় তুললেন অভিনেত্রী পূজা ব্যানার্জি !

0 178

ছেলেকে সঙ্গে নিয়ে কয়েক মাস আগে বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি । হিন্দির পাশাপাশি কয়েকটি বাংলা সিনেমাতেও কাজ করেছেন পূজা।

জনপ্রিয় এই বাঙালি অভিনেত্রী সবসময়ই রয়েছেন খবরের শিরোনামে। সম্প্রতি পূজা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন দুটি ছবি। ওয়েস্টার্ন সাদা রঙের ড্রেসে পূজা রীতিমতো হটবম্ব।

পোশাকের মধ্যে থেকে সুস্পষ্ট বক্ষ বিভাজিকা। খোলা চুলে নিজের ভঙ্গিমায় পোজ দিয়েছেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে- ‘অনেকদিন পর আবার আমার পুরোনো পোশাক রিপিট করলাম কিন্তু এটা আমাকে সেই নতুন অনুভূতিই দেয়’।

ছবি শেয়ার করতেই মুহূর্তের মধ্যে কমেন্টে উপচে পড়েছে পূজার কমেন্ট সেকশনে। কেউ লিখেছেন যে-‘পৃথিবীর সবচেয়ে হটেস্ট অভিনেত্রী’। কেউ লিখেছেন ‘ফায়ার’।

কেউ তো পূজার সৌন্দর্য্য মুগ্ধ করে একের পর এক লাভ ও আগুনের ইমোজি দিয়ে গেছেন। মা হওয়ার পরও অভিনেত্রীর এই ফিটনেস সত্যিই নজর কাড়ে সকলের।

Leave A Reply

Your email address will not be published.