The news is by your side.

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৭

0 515

 

 

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শুক্রবার সকাল ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

ওসি মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

ফায়ার সার্ভিস সিলেটের ভারপ্রাপ্ত ডিডি মো. কুবাদ আলী সরকার বলেন, ‌‘ঘটনাস্থল থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৭ জনের মরদেহ রয়েছে।’

 

 

Leave A Reply

Your email address will not be published.