The news is by your side.

আলমগীর কুমকুমের নবম মৃত্যুবার্ষিকী আজ: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা

0 525

 

 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আলমগীর কুমকুমের নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের দুঃসময়ের এ নেতা।

আলমগীর কুমকুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন-বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শিল্পী রফিকুল আলম, কৃষক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন,সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, চলচ্চিত্র অভিনেতা শাকিল খান, জোটের কেন্দ্রীয় নেতা লেখক ও সাংবাদিক সুজন হালদারসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংগঠন এবং জাতির দুঃসময়ে আলমগীর কুমকুমের অবদানের কথা স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক পরিশুদ্ধতার ক্ষেত্রে আলমগীর কুমকুমের অবদান জাতি চিরদিন মনে রাখবে।

Leave A Reply

Your email address will not be published.