The news is by your side.

যুবানকে নিয়ে নীল সমুদ্রে ডুব রাজ-শুভশ্রীর

0 181

 

সবুজে ঘেরা জামাইকার নীল সমুদ্র। রাজ-শুভশ্রীর ঠিকানা এখন কেরিবিয়ান অঞ্চলের ছোট্ট এই দেশ। দম্পতির সঙ্গী ছোট্ট যুবান। তিনজনে মিলে নীল সমুদ্রে দাঁড়িয়ে রোদ পোহালেন, আর লেন্সবন্দি সেই ছবি উঠে এল সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ছবিতে শুভশ্রীকে দেখা গেল গেরুয়া রঙের বিকিনিতে। আর রাজের পরনে সবুজ টি-শার্ট আর হলুদ শর্টস। বাবার সঙ্গে রঙ মিলিয়ে ছোট্ট যুবানও পরেছিল হলুদ শর্টস। বাবার কাঁধে উঠে পোজ দিল সে। আরও একটি ছবিতে সমুদ্রতটে বসে বালি নিয়ে খেলতে দেখা গেল যুবানকে।

‘হাবজি গাবজি’-র সাফল্যের পর ছুটি কাটাতে ছেলেকে নিয়ে প্রথমে মার্কিন মুলুকে উড়ে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। দেশ ছাড়ার দিন কলকাতা বিমানবন্দরে ট্রলি নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াতে দেখা গিয়েছিল যুবানকে। রথের আগেই আমেরিকা পৌঁছে গিয়েছিলেন তাঁরা। রথযাত্রা উৎসবে আমেরিকার প্রবাসী বাঙালিদের সঙ্গে কাটিয়েছেন। তারপর সেখান থেকে পরিবারকে রাজ পৌঁছে গিয়েছেন জামাইকা। আপাতত সেখানেই ছুটি কাটাচ্ছেন তাঁরা।

Leave A Reply

Your email address will not be published.