বেটউইনার নাকি জাতীয় দল: কোনটা বেছে নেবেন সাকিব?
বেটিং সাইটের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি থেকে সরে না এলে সাকিবের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না বাংলাদেশ ক্রিকেটের
অনলাইন বেটিং সাইট বেটউইনারের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিব আল হাসানের বিষয়ে কঠিন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, দলে জায়গা হবে না, এমনকি সাকিবের সাথে কোনো সম্পর্কও থাকবে না বিসিবির।
এই চুক্তি নিয়ে সাকিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে এখনও জবাব পায়নি বিসিবি। এশিয়া কাপের দল ঘোষণাও তাই থমকে আছে। বৃহস্পতিবারের মধ্যে তার জবাব পাওয়া যাবে বলে আশা করছে বোর্ড। সেক্ষেত্রে শুক্রবার-শনিবারের মধ্যে দল ঘোষণা করা হবে বলে জানালেন বিসিবি সভাপতি।
বোর্ড নিজেদের সিদ্ধান্ত নিয়ে কঠিন অবস্থানে আছে বলে দাবি করেন নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘সাকিব ইস্যুতে দ্বিতীয় কোনো চিন্তা করার সুযোগ নাই। বিসিবি প্রথম দিকের মতো অটল আছে। আমি যখন এসেছি বোর্ডে তখনই বলেছি এসব ইস্যুতে জিরো টলারেন্স। কোনভাবেই বিসিবি এগুলো গ্রহণ করবে না। যে যেভাবেই এটাকে ব্যাখ্যা দিক বা না দিক।’
আজকের মধ্যে সাকিবের উত্তর পাবেন বলে আশাবদী বিসিবি সভাপতি, ‘যে কারণে আশরাফুলের মতো খেলোয়ায়ড়কে আমাদের বাদ দিতে হয়েছে। সুতরাং এখানে কোনো সুযোগ নেই। আমরা একটা চিঠি দিয়েছি, উত্তর আমরা আজকের মধ্যে পাওয়ার কথা। গতকালকের মধ্যেই পাওয়ার কথা ছিল কিন্তু শুনেছি সে বলেছে আজকের মধ্যে দিবে। তো আজকের দিনটা অপেক্ষা করতে হচ্ছে।’
সাকিব এখন টেস্ট অধিনায়ক। তার টেস্ট অধিনায়কত্বও কেড়ে নেওয়া হবে এমন ঘোষণাও দিয়ে রেখেছেন বিসিবি সভাপতি, ‘ও (সাকিব) আমাদের দলেই থাকবে না। অধিনায়কত্ব তো পরের বিষয়। দলে থাকার কিছু নেই। এ ব্যাপারে আলোচনার কোনও সুযোগই নেই। এই সিদ্ধান্ত আগের থেকে নেওয়া এবং আমরা খুব পরিষ্কার নিজেদের সিদ্ধান্তে।’
‘দলে না থাকা’ মানে স্রেফ এশিয়া কাপের দলই নয়, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন নাজমুল হাসান।
গত ২ অগাস্ট নিজের অফিসিয়াল ফেইসবুক পাতা থেকে বেটউইনার নিউজের প্রচার করা হয়। সেখানে বেটউইনার নিউজের জার্সি পরা ছবি দিয়ে সাকিব লেখেন, “বেটউইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক অংশীদারীত্বে আমি গর্বিত।”