একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের নাগরিক সমাজের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী উপসচিব আফরিন আক্তার।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম ইউনিট সচিব অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ঢাকা মিশন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) নাগরিক সমাজের সঙ্গে কাজ করছে।
আলোচনা প্রসঙ্গে মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, সমুদ্র এলাকার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে, বঙ্গোপসাগরে মৎস্য ও খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চায়।