The news is by your side.

বরিশালে চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি

0 144

বরিশাল প্রতিনিধি

১০ দফা  দাবি আদায়ে বরিশালে চলছে নৌযান শ্রমিকদের ডাকা দ্বিতীয় দিনের কর্মবিরতি। এ কারণে সারাদেশের মতো বরিশালে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার সকাল থেকে বরিশাল নদী বন্দরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদী বন্দর ও লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি।

এর আগে মজুরি ২০ হাজার টাকা ও নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুকসহ ১০ দফা দাবীতে শনিবার  দিবাগত রাত ১২টা থেকে এ কর্মবিরতি শুরু করেন নৌযান শ্রমিকরা।

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার জানান, বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে সারাদেশের ন্যায় বরিশালেও চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এতে সারাদেশের সঙ্গে বরিশাল বিভাগে সকল ধরনের পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতির এ আন্দোলন লাগাতার চলবে বলেও জানান এই সভাপতি।

 

 

Leave A Reply

Your email address will not be published.