The news is by your side.

বয়কটের ডাক আলিয়ার ‘ডার্লিংস’

0 21

আলিয়া ভাটের ‘ডার্লিং’সিনেমাটিতে পুরুষদের দুর্বল ও ছোট করে দেখানোর কারনে বয়কটের আওয়াজ উঠেছে সোশ্যাল মিডিয়াতে।

অভিনয়ের পাশাপাশি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে নাম লেখিয়েছেন আলিয়া। নেটিজেনদের একাংশের অভিযোগ— সিনেমায় সহিংসতা, বিশেষ করে পুরুষদের ওপর অত্যাচারকে প্রচার করা হয়েছে। পুরুষ সমাজকে দুর্বল ও ছোট করে দেখানো হচ্ছে। এই সিনেমা সমাজকে ভুল বার্তা দেবে। তাই ‘ডার্লিংস’ সিনেমাটি বয়কটের দাবি করেছেন তারা।

তবে কিছুদিন আগে প্রকাশিত ‘ডার্লিংস’ সিনেমার ট্রেইলার দর্শকের মধ্যে বেশ কৌতূহল জাগিয়েছে। সিনেমার গল্পে বেশ রহস্য থাকবে প্রথম ঝলকেই তার ইঙ্গিত পাওয়া গেছে। অনেকেই এটির প্রশংসা করেছেন। সিনেমাটিতে আলিয়া ভাট ছাড়াও আছেন শেফালি শাহ, বিজয় ভার্মা ও রোশন ম্যাথুজ। ৫ আগস্ট নেটফ্লিক্সে ‘ডার্লিংস’ মুক্তি পাচ্ছে।

কিন্তু ছবি মুক্তির ঠিক আগের দিন নেটপাড়াবাসীদের ক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী। টুইটারে ট্রেন্ডিং তালিকায় উঠে এল ‘হ‍্যাশট‍্যাগ বয়কট আলিয়া ভাট।

এর আগে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ বয়কটের আওয়াজ  উঠেছিল সোশ্যাল মিডিয়াতে ।

Leave A Reply

Your email address will not be published.