চুল সরিয়ে চোখ মেরেছিলেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ । আর সেই চোখের ইশারায় জাদু চালানোর পর থেকেই তিনি হয়ে উঠেছিলেন জাতীয় ক্রাশ। রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে ওঠেন।
বর্তমানে তার জনপ্রিয়তা কতটা? বহু পুরুষের মনে জায়গা করে নেওয়া সেই তরুণী মাঝেমধ্যেই নিজের ছবি পোস্ট করে দর্শক মনে আজও ঝড় তোলেন।
সম্প্রতি তার সেই রকমই একটি ছবি সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন এই ছবিতে নিজের বোল্ডনেসের সীমা পার করেছেন তিনি। সেই হাই স্কুল প্রেমের গল্পের অভিনেত্রী প্রিয়া এখন কেবল কিউট নন বরং সাহসী ও বোল্ড।
সাম্প্রতিক তার যে ফটোশুট ভাইরাল হয়েছে তাতে বেশ সেক্সি লুকে দেখা মিলেছে তার। এদিন তার পরনে ছিল একটি ডিপ নেক লাল টপ ও পলকা ডট প্যান্ট।
ডিপ নেক টপের প্রায় সব বোতামই ছিল খোলা। স্পষ্ট হয়ে উঠেছিল তার ক্লিভেজ লাইন। আর তার এই স্টাইলই লক্ষ লক্ষ ভক্তকে তার দিকে তাকাতে বাধ্য করেছে।
এই আকর্ষণীয় ছবিগুলি তুলেছেন ফটোগ্রাফার ভরত রাওয়াইল। অভিনেত্রী সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলের শেয়ার করে নিতে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে।