The news is by your side.

দীপিকা ড্রাগ আসক্ত  !

0 561

 

 

 

ড্রাগের নেশায় নাকি আসক্ত এই মুহূর্তে বলিউডের এক নম্বর নায়িকা ৷ দীপিকা পাড়ুকোনের কথাই বলা হচ্ছে ৷

কিন্তু হঠাৎ কী হল দীপসের? এই তো কিছুদিন আগে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে জমিয়ে সেলিব্রেট করলেন প্রথম বিবাহবার্ষিকী ৷ পরিবারের সকলের সঙ্গে গিয়েছিলেন তিরুপতি আর অমৃতসরের স্বর্ণমন্দিরে ৷ সেখানে গিয়ে ভগবানের আসীর্বাদ নেন দু’জন ৷ সেখানেও দীপবীরের হাসিখুশি ছবি দেখে আহ্লাদিত হয়েছিলেন নেটিজেনরা ৷ তাহলে কী হল হঠাৎ ? কেন ড্রাগ নিতে শুরু করলেন দীপিকা ? সেই খবর আবার নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় ৷

বিষয়টা ঠিক কী? আসলে ড্রাগ অ্যাডিক্ট তিনি ঠিকই ৷ কিন্তু এ ড্রাগ সে ড্রাগ নয় ৷

আসলে রণবীরের ভালবাসাই দীপিকার কাছে ড্রাগের সমান ৷ সে কথা নিজেই তিনি ফলাও করে বললেন ইনস্টাগ্রামে ৷ রণবীরের একটি ছবি শেয়ার করেছেন দীপু ৷ পিছন থেকে তোলা সেই ছবিতে দেখা যাচ্ছে, রণবীরের টি-শার্টে লেখা রয়েছে ‘লভ ইজ অ্যা সুপার পাওয়ার’ ৷আর এই ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘& you…my super drug’

 

 

Leave A Reply

Your email address will not be published.