The news is by your side.

ঢাবির ‘খ’ ইউনিটে পাসের হার ৯.৮৭ শতাংশ

0 287

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে কৃতকার্য হয়েছেন ৫ হাজার ৬২২ জন। পাসের হার ৯.৮৭ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৯০.১৩ শতাংশ।

আজ সোমবার দুপুর ১টায়  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফলাফল ঘোষণা করেন।

গত ৪ জুন (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ৫৮ হাজার ৫৫১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। যেখানে মোট আসন সংখ্যা ১ হাজার ৭৮৮টি। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেন ৩৩ জন শিক্ষার্থী।

Leave A Reply

Your email address will not be published.