The news is by your side.

গাজীপুরে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

0 193

গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একরামুল হক (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত একরামূল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পলাশপুর গ্রামের বাসিন্দা। তিনি কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে দেওলিয়াবাড়ী ক্লাসিক ম্যলামাইন ইন্ডাস্ট্রি লিমিটেডে মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়,আজ সকালে আনুমানিক সাড়ে ৫ টার সময় গাজীপুর চৌরাস্তা থেকে উত্তর বঙ্গ থেকে চিনি বোঝাই একটি ট্রাক আসিতেছিল । পথিমধ্যে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে । এতে ঘটনাস্থলে এক পথচারীর মৃত্যু হয়। পরে ট্রাকের চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ট্রাকের নিচে পথচারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave A Reply

Your email address will not be published.