The news is by your side.

এক দিনের ক্রিকেট , ২৫ ওভারের ইনিংস চালু করা উচিত:  সচিন তেন্ডুলকর

0 106

এক দিনের ক্রিকেটের ফরম্যাট বদল নিয়ে কিছু দিন আগেই মুখ খুলেছিলেন রবি শাস্ত্রী। এ বার সরব হলেন সচিন তেন্ডুলকরও। তাঁর মতে, এক দিনের ক্রিকেট ক্রমশ বিরক্তিকর হয়ে উঠছে। ফরম্যাট বদলের দাবি তুলেছেন তিনি। কী ভাবে আগামিদিনে খেলা হওয়া উচিত, সেটাও বলে দিয়েছেন।

এক ওয়েবসাইটের অনুষ্ঠানে এসে সচিন নতুন এক দিনের ফরম্যাট চালু করার প্রস্তাব দিয়েছেন। বলেছেন, “২৫ ওভারের ইনিংস চালু করা উচিত। ম্যাচটাকে চার ভাগে ভাগ করে দেওয়া উচিত। ঠিক যে ভাবে টেস্ট ক্রিকেট হয়। টেস্ট ক্রিকেটে ২০টি উইকেট তুলতে হয়। এখানে ১০টি উইকেট তুললেই চলবে। যদি কেউ প্রথম ইনিংসে আউট হয়ে যায়, সে আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবে না। দুটো ইনিংস মিলিয়ে ১০টা উইকেট নিলেই চলবে।”

কেন এ কথা বলছেন, সেটাও ব্যাখ্যা করেছেন সচিন। তাঁর কথায়, “শ্রীলঙ্কায় একটা প্রতিযোগিতা খেলতে গিয়েছিলাম। সেখানে ১১৮ ওভার খেলা হওয়ার পরেও কোনও ফলাফল হয়নি। প্রথম দিন শ্রীলঙ্কা ব্যাট করার পর আমরা ১০ ওভার ব্যাট করি। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় দিনেও ম্যাচ বাতিল হয়ে যায় বৃষ্টিতে। ১১৮ ওভার খেলার পরেও কোনও ফলাফল পাওয়া যায়নি। নতুন ফরম্যাটে, যদি দু’টি দল অন্তত ২৫ ওভার করে ব্যাট করার সুযোগ পায়, তা হলে একটা সামঞ্জস্য থাকবে। এখন খেলাটা খুব প্রত্যাশিত হয়ে যাচ্ছে। ১৫ থেকে ৪০ ওভারের মধ্যে দারুণ কিছু ঘটছে না। কেউ নজর কাড়তে পারছে না। বিরক্তিকর লাগছে।”

সচিনের মতে, এক দিনের ক্রিকেটে স্পিনাররা খুশি হতে পারছেন না। তাঁর কথায়, “কয়েক জন স্পিনারের সঙ্গে কথা বলেছি। বৃত্তের মধ্যে পাঁচ জন ফিল্ডার থাকার সময় ওদের মানসিকতা কেমন থাকে সেটা জানার চেষ্টা করছিলাম। ওরা বলল, সেই সময় লাইন পরিবর্তন করতে পারে না। তাতে বিরাট মূল্য চোকাতে হবে। ব্যাটারের ভুলের জন্য অপেক্ষা করতে হয়।”

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.