The news is by your side.

ইলন মাস্কের কাছে টুইটার অ্যাকাউন্ট ফেরত চেয়ে অনুরোধ কঙ্গনার

0 153

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আর বিতর্ক একে অপরের সঙ্গী। তাকে ঘিরে কোনো না কোনো বিতর্ক লেগেই থাকে। ‘বিতর্কের রানি’ বলা চলে তাকে।

সাম্প্রতিক সময়ে বলিউডের আলোচিত এই অভিনেত্রী অভিনয়ের ক্ষেত্রেও বেশ মনোযোগী হয়েছেন। তবে তিনি নতুন এক আবদার করেছেন ইলন মাস্কের কাছে।

টুইটারের মালিকানা বদলের পর ইলন মাস্কের কাছে নিজের টুইটার অ্যাকাউন্ট ফেরত চেয়েছেন এই বলিউড অভিনেত্রী।

বিষয়টি নিয়ে ইলন মাস্ককে ট্যাগ করে কঙ্গনা শুক্রবার  অন্য একটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

জানা যায় রাজনৈতিক উসকানিমূলক টুইট করার কারণে গত বছরের মে মাসে কঙ্গনার টুইটার হ্যান্ডেলকে সাসপেন্ড করা হয়। এ ঘটনার প্রতিবাদও করেছিলেন কঙ্গনা।

প্রসঙ্গত, প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ৪ হাজার ৪০০ কোটি ডলারে কিনে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বৃহস্পতিবার বিকাল থেকেই টুইটারের দায়িত্ব নিয়েছেন তিনি।

 

 

Leave A Reply

Your email address will not be published.