The news is by your side.

ইউক্রেন হেরে গেলে রাশিয়ার পরবর্তী টার্গেট বাল্টিক রাষ্ট্রগুলো!

0 223

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয়তা ‘আবশ্যক’ বলে জানিয়েছে ক্রেমলিন।

তবে  এই যোগাযোগ শুধুমাত্র পারস্পরিক শ্রদ্ধা এবং সুবিধার ভিত্তিতে হতে পারে বলে এক সম্মেলনে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর পর  রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চরম অবনতি হয়েছে। ইউক্রেন আগ্রাসনের জবাবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে। ইউক্রেনকে বিভিন্ন অস্ত্র দিয়ে সহয়তাও অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র। এরই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের ব্যাপারে মুখ খুলল রাশিয়া।

রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় সদস্য মিখাইল কাসিয়ানভ বলেছেন, চলমান যুদ্ধে যদি ইউক্রেন হেরে যায়, তাহলে রাশিয়ারর পরবর্তী টার্গেট হবে বাল্টিক রাষ্ট্রগুলো। এই যুদ্ধ দুই বছর পর্যন্ত স্থায়ী হতে পারে বলেও কাসিয়ানভ ভবিষ্যদ্বাণী করেন।

Leave A Reply

Your email address will not be published.