The news is by your side.

রোহিঙ্গা সন্ত্রাসীদের  গুলিতে পুলিশ সদস্য আহত,  ক্যাম্পে থমথমে অবস্থা

0 247

 

কক্সবাজার অফিস

টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএননের এক পুলিশ সদস্য রোহিঙ্গা সন্ত্রাসীদের  গুলিতে এক জন গুলিবিদ্ধ হয়েছে ।

মঙ্গলবার দুপুরে নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএনের একটি দল-  সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ অবস্থান করছে এমন খবরে আই ব্লকে অভিযানে যায়।

এসময় মুখোশধারী সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা এপিবিএনের মুখোমুখী হয়ে নিরুপায় হয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পাহাড়ে দিকে পালিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের গুলিতে ১৬ এপিবিএনের কনস্টেবল মোহাম্মদ কাঊসার গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে স্থানীয় ক্যাম্প হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়ে।

১৬এপিবিএনের নবাগত অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নুর এই ঘটনার সত্যতা স্বীকার করে ভিশন নিউজ ২৪ কে জানান, এই ঘটনার পর থেকে ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে।

সন্ত্রাসীদের আটকের ব্যাপারে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.