আনন্দ কুসুম ( অংশ বিশেষ)
—যারা বলে তুমি সূর্য-বীর্জে ঋণী,
দুঃখ আমার আমি উহাদের চিনি।
আমি জানি তুমি আমার বীর্যে বাঁচো,
আমার জানালা উজ্জ্বল করে নাচো।
বৈজ্ঞানিকের কথা শুনে হাসি পায়,
যার ইঙ্গিতে ভালোবাসা ছুটে যায়–
সেই চাঁদ বুঝি পৃথিবীর চেয়ে ছোটো?
আমি জানি, তুমি কত বড় প্রিয়তমা,
করজোড়ে বলি মূর্খেরে করি ক্ষমা
তুমি যেন আরও উজ্জ্বল হয়ে ওঠো।
মানুষের ছোটো আছে নাকি দুনিয়ায়?