বিনোদন ডেস্ক
ঐশ্বরিয়া রায়। ঐশ্বরিয়া রাই বচ্চন বেশ কয়েক বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত অংশগ্রহণকারী। নিঃসন্দেহে, তার লাল গালিচায় উপস্থিতি প্রতি বছরের মতোই বিশেষ কিছু। ৪৮ বছর বয়সী এ অভিনেত্রী এবার লাল গালিচায় একটি কালো গাউন পরেছেন যার উপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত ফুলেল কাজ করা, যা সবার নজর কেড়েছে। মুহূর্তেই বলিপাড়ার এ সুন্দরী নেটিজেনদের আলোচনা সৃষ্টি করেছে। প্রতি বছরের মতো এবারেও ঐশ্বরিয়ার পোশাকে ছিল ভিন্নতা।
যদিও আগের দিন, অভিনেত্রীকে একটি গোলাপী একঘেয়ে ভ্যালেন্টিনো পোশাকে দেখা গিয়েছিল এবং এই পোশাকের সঙ্গে তিনি পরেছিলেন একটি গোলাপী হিল। দুই দিনের দুই লুকেই অ্যাশকে লেগেছে মোহনীয়। তিনি হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়ার সঙ্গে ছবি তুলেছেন।অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে মডেলিং করতেন ঐশ্বরিয়া। ১৯৯৪ সালে ‘বিশ্ব সুন্দরী’র মুকুট উঠেছিল তার মাথায়। এরপর খ্যাতি লাভ করেন তিনি। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রসহ চল্লিশটিরও অধিক হিন্দি, ইংরেজি, তামিল, এবং বাংলা সিনেমায় অভিনয় করেন ঐশ্বরিয়া।