জীবন কোন দিকে নিয়ে যাবে, জানতে আমি খুবই আগ্রহী: প্রিয়ঙ্কা চোপড়া
চল্লিশ ছুঁই ছুঁই বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া
একসঙ্গে চলার পথে সংস্কৃত আর লাতিন, দুই ঘরানাই আপন করেছেন প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। তারকা দম্পতির ছোট্ট মেয়ের নামকরণ হয়েছে মালতি ম্যারি চোপড়া জোনাস।
আনন্দের জোয়ার জোনাস পরিবারেও। সেই সঙ্গে চল্লিশ ছুঁই ছুঁই বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও নিজেকে গুছিয়ে নিচ্ছেন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘বরফি’র নায়িকা কিছুটা আবেগপ্রবণ। লিখেছেন, ‘জীবন যে আমায় কোন দিকে নিয়ে যাবে, সেটা জানতে আমি খুবই আগ্রহী। মনে হচ্ছে বড় কোনও বদল আসছে, তার কিনারায় দাঁড়িয়ে আছি। আমি প্রস্তুত, যে কোনও কিছু গ্রহণ করার জন্য।’
সামনেই জন্মদিন, চল্লিশে পা দেবেন অভিনেত্রী। তবে এ বারের জন্মদিনে কী পরিকল্পনা, সে নিয়ে বিশেষ কিছু বলেননি। শুধু লিখেছেন, ‘এ বছর আমরা কী ভাবে উদযাপন করব জানি না। নিক আমার জন্মদিন আর আমি নিকেরটা নিয়ে সব সময়ে ভেবে রাখি। আশা করি এ বারেও মজা হবে।’
ভক্তরাও অভিনেত্রীকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার লেখেন, ‘মেয়েকে নিয়ে কোনও কথাই যে বলছেন না!’ কারও মন্তব্য, ‘সারোগেসিতে সন্তান লাভ করলে বুঝি তার দাম থাকে না?’ বলা বাহুল্য, সে সব নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তিনি এখন জীবন তরীর ছন্দে ভেসে চলেছেন। কিনারা কোথায় কে জানে!